Friday, July 1, 2016

আমাদের শিক্ষার শিকড়

আমরা আমাদের শিক্ষার শিকড় উপ্রে ফেলে দিচ্ছি আস্তে আস্তে । আসলে শিক্ষা মানুষকে কি করে ... সুশিক্ষিত মানে কি ?

আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা সনদ নামক মুদ্রিত কাগজ ঘরে তোলার পদ্ধতি মাত্র । যা দিয়ে না কিনা যায় সুখ ,না কামানো যায় টাকা । ওই টুকুনও আমাদের অর্জনে আসছে না আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থায় । আমি কিন্তু আজকে আমাদের দেশের বড় অংশের কথা বলছি । যারা শুধু পাশ দিয়ে বসে আছে । যারা শিক্ষার মাধ্যমে সভ্য বিবেগের অধিকারীও হতে পারেনি। এই লাভ এই নতুন শিক্ষা ব্যবস্থায় ?


আগেতো আমাদের অগ্রজেরা সুশিক্ষিত ছিল , তাদেরতো দেশপ্রেম ছিল , সততায় বুক ফুলিয়ে চলত । তাহলে কি মনে হয় ? আমরা কি উন্নত দেশ গুলোকে দেখে উন্নত হচ্ছি না নিচে নেমে যাচ্ছি ?
তাদের থেকে নিচ্ছি আমরা ঠিকই কিন্তু শুধুই খারাপ টুকুনই। শুধু পশ্চিমাদের দোষারোপ করে কি লাভ । ওরাতো ঠিকই তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সময়ের সাথে টাল মিলিয়ে । 
আমাদের উচ্চশিক্ষিত না হয়ে সুশিক্ষিত এবং কর্মদক্ষ হতে হবে । তা না হলে আমাদের সামনে শুধুই অন্ধকার । পরিশেষে আমার আকাঙ্ক্ষা আলো আসবে আমাদের সকলের মাঝে , সারা বাংলাদেশী ভাসবে ওই জ্বলজ্বলে আলোতে ।