Saturday, May 12, 2018

বঙ্গবন্ধু স্যাটেলাইট এর সুফল কি ? Benefits of Bangabandhu Satellite

বর্তমানে দেশের টেলিভিশন চ্যানেলগুলো সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে পরিচালিত হচ্ছে। ভাড়া হিসেবে বছরে ব্যয় হচ্ছে ১ কোটি ২৫ লাখ টাকা। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে কম খরচে একই সুবিধা পাবে। এবং দেশের টাকা দেশেই থাকবে। বঙ্গবন্ধু স্যটেলাইট চালু হলে শুধু বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে না, সেই সঙ্গে অব্যবহৃত অংশ নেপাল, ভুটান ও মিয়ানমারের টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করা যাবে। টেলিভিশন চ্যানেল ছাড়াও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, ভি-স্যাট ও বেতারসহ ৪০ ধরনের সেবা পাওয়া যাবে এই স্যাটেলাইটের মাধ্যমে। সীমান্ত এলাকায় বা উপকূলে অথবা অন্য প্রত্যন্ত অঞ্চলে যেখানে ফাইবার অপটিক্যাল ক্যাবল নেয়া সম্ভব নয় সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা যাবে সহজেই।


আমাদের এই ভিডিওটি ছিল সুধু কুইক নলেজ বাড়ানোর জন্যে । আমাদের ভিডিও ভাল লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না ।
আমাদের ভিসিট করুন ঃ www.germanbangla.com