Thursday, June 22, 2017

কে এই ভূঁইয়াসাব ? সে কি ফেলতে এসেছে জানতে ভিডিওটি দেখুন !

ইহা একটি ভুঁইয়াসাব পরিচিতি ভিডিও | আজাইরা বকবকাইয়া আপনাদের দলে আনা এই আরকি | যেহেতু আমি মার্কেটিং এর লোক ( ইকমার্স /ডিজিটাল মার্কেটিং ) যদি কারো কোন প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব | ধন্যবাদ |

Saturday, May 20, 2017

আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি?

গত দুইদিন আগে একটা ফেক নিউস শেয়ার দিছিলাম , শেয়ার , লাইক সবই হইল। আসলে আমি বুঝতে চাইছিলাম , আমরা আসলে কি ধরনের জিনিষে সোশ্যাল মিডিয়ায় রিএকশন করি । 
আজকে যা দিব এটা কোন ফেক নিউস না , এরা আমাদের অস্তিত , আমাদের শুরু হওয়ার আবেগ নিয়ে খেলতেছে। এদের নাম নিউস ৭১। এনারা নোংরামির কারখানা । নাম দিছে হাজী বাট এগোরে কি নামে ডাক্মু সেইটা খুইজা পাইতেছি না । এর একটা নমুনা এর আগেও আমি দিছিলাম । দেখি আজকে আপনারা এই জিনিষে কি রিএকশন করেন ! 
এখন আসি কি একশন আমাদের নেয়া উচিৎ :- 
পোষ্টটা রিপোর্ট করেন এবং সাথে সাথে পেইজটাও রিপোর্ট করেন ।
*** ভুলে আবার আমার এই পোষ্টে রিপোর্ট কইরা দিয়েন না লুল ।
কিন্তু রিপোর্টে কতটা কি হবে তা আসলে বোঝা যাচ্ছে না
**** আমার মতে পেইজটা আনলাইক এবং ব্লক অনেক কাজে দিবে ।
তার মানে রিপোর্টতো করবেনই সাথে আনলাইক এবং ব্লক ও মারবেন।
আমি স্ক্রিন সট গুলা দিলাম , রিপোর্ট করার পর ফেইচ বুকের রিপ্লাইটাও দিয়ে দিলাম । আসেন সবাই মিলে এই সব পেইজ গুলা আনলাইক মারি এবং ব্লক মারি ।








Friday, May 19, 2017

সব কিছু উলটা চলে ......।

সবাই সবসময়ে পজিটিভ থাকতে পারে না । তেমনটা আমিও !!!!!
আসুন কিছু নেভিটিভিটি দেখি :
১* ভাল খাবার খাইলে লাভ আমাগো অথচ তেলাইতে হয় ডাক্তারদের
২* পড়াশোনা করলে লাগ আমাগো অথচ তেলাইতে হয় আব্বা আম্মার
৩* আল্লাহ্‌ বিল্লা করলে ভাল আমাগো আর চিল্লায় হুজুরে
এমন হাজারটা আছে কইলে শেষ হইবো না ...।
লাস্ট বাট নট লিস্ট , কোন প্রজেক্ট যা কোম্পানির ভালোর জন্যে করা উচিৎ এবং যার মুল লাভই পাবে কোম্পানির মালিক কিন্তু তেলাইতে হয় সংশ্লিষ্ট কর্মচারীকে। সব কিছু উলটা চলে ......।

Wednesday, April 12, 2017

২০১৭তে কোথায় যাচ্ছে বাংলাদেশ ?

আমরা কয়জন সারাবেলা চিৎকার করি দেশ আমার গোল্লায় গেলো , সংস্কৃতি বেস্তে গেলো , ধর্ম আমার নষ্ট হলো !!!!!!!!!!

আরো কত কি যে বলি, তার কিন্তু হিসাব কষলে , শেষ হবে বলে মনে হয় না। 

মাথা ঠান্ডা করুন , এবার মাথা দিয়ে চিন্তা করুন .।.।.।.।.।

আপনি কি করেছেন এই দেশের জন্যে ?

অথবা কি করবেন বলে চিন্তা করছেন ?

আপনার সন্তান অথবা কনিষ্ঠদের কি বাংলাদেশ নিয়ে কখনো কিছু বলেছেন ?

আমারতো মণে হয় না । আজ থেকে শুরু করুন , তাহলে দেখবেন দেশ এগোচ্ছে । আর দেশ নিয়ে গুল্লাছুটের চিন্তা মাথায় আসবে না । 

আমরা অনেক উপরে উঠে এসেছি আরো যাবো সামনে .।

( বানান ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দয়া করে। ) 

আমরা কয়জন মিলে একটি নতুন ধরনের গণমাধ্যমের সপ্ন দেখছি যেখানে শুধু ভাল কিছু থাকবে ।ভালখবর