Wednesday, October 19, 2016

রুদ্ধদ্বার

জীবনটাকে দগ্ধ করে,
উড়ছি আমি তেপান্তরে।
নেই কোন আজ, বাধা আমার
থামবো নাকো রুদ্ধদ্বারে।

Friday, August 12, 2016

অহনার হাসান (সারসংক্ষেপ)

অহনা আর হাসান একই স্কুল থেকে পাশ করে এখন দুজন দুই কলেজে পড়ে। তবুও আড্ডা , গুরোঘুরি এখনো একই গণ্ডিতে তাদের। তারা তাদের সম্পর্কটাকে  এখনো বুঝে উঠতে পারেনি। হাসানের ধারনা পারবেওনা কোন দিন । অহনার জন্যে হাসানের কেন জানি একটা ব্যথা  অনুভূত হয় বুকের মাঝখানটাতে।

অহনার বয়ফ্রেন্ডের নাম অপূর্ব । অপূর্ব  হ্যান্ডসাম ছেলে , অনেক মেয়ে তার প্রেমে নাকানিচুবানি খাচ্ছে । অহনাও সেই লিস্টেরই একজন।
আজ অহনার জন্মদিন । প্রতিবছরের মত এইবারো হাসান একটি কিস্টেলের জাহাজ কিনে অহনার জন্যে । জাহাজকে সে বোধহয় ভালোবাসা পৌছনোর বাহকের প্রতীকী হিসেবেই দেখে । কিন্তু কোনবারই জাহাজটি দেয়া হয়না অহনাকে । হাসান আর অর্ক ফেলে দিয়ে আসে বুড়িগঙ্গার জলে ।
আজকেও করবে হাসান কিন্তু অর্ক আজ তার পাশে নেই । হাসান জানেও না অহনা কই । কেমন আছে কই আছে , কি করে । হাসান এখন অনেক স্থির, কথায় কথায় রেগে যায় না । আগ বারিয়ে ঝগড়া করে না কারো সাথে । না এখন আর হাসানের অহনা নামক ব্যথা চিলিক দেয় না । কিন্তু আজ অহনার জন্মদিন! হাসানের অর্কের কথা বড্ড মণে পরছে ।

Friday, July 1, 2016

আমাদের শিক্ষার শিকড়

আমরা আমাদের শিক্ষার শিকড় উপ্রে ফেলে দিচ্ছি আস্তে আস্তে । আসলে শিক্ষা মানুষকে কি করে ... সুশিক্ষিত মানে কি ?

আমাদের শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা সনদ নামক মুদ্রিত কাগজ ঘরে তোলার পদ্ধতি মাত্র । যা দিয়ে না কিনা যায় সুখ ,না কামানো যায় টাকা । ওই টুকুনও আমাদের অর্জনে আসছে না আমাদের এই নতুন শিক্ষা ব্যবস্থায় । আমি কিন্তু আজকে আমাদের দেশের বড় অংশের কথা বলছি । যারা শুধু পাশ দিয়ে বসে আছে । যারা শিক্ষার মাধ্যমে সভ্য বিবেগের অধিকারীও হতে পারেনি। এই লাভ এই নতুন শিক্ষা ব্যবস্থায় ?


আগেতো আমাদের অগ্রজেরা সুশিক্ষিত ছিল , তাদেরতো দেশপ্রেম ছিল , সততায় বুক ফুলিয়ে চলত । তাহলে কি মনে হয় ? আমরা কি উন্নত দেশ গুলোকে দেখে উন্নত হচ্ছি না নিচে নেমে যাচ্ছি ?
তাদের থেকে নিচ্ছি আমরা ঠিকই কিন্তু শুধুই খারাপ টুকুনই। শুধু পশ্চিমাদের দোষারোপ করে কি লাভ । ওরাতো ঠিকই তাদের শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদের জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে সময়ের সাথে টাল মিলিয়ে । 
আমাদের উচ্চশিক্ষিত না হয়ে সুশিক্ষিত এবং কর্মদক্ষ হতে হবে । তা না হলে আমাদের সামনে শুধুই অন্ধকার । পরিশেষে আমার আকাঙ্ক্ষা আলো আসবে আমাদের সকলের মাঝে , সারা বাংলাদেশী ভাসবে ওই জ্বলজ্বলে আলোতে ।   

Wednesday, March 23, 2016

দেশের মানুষ সব জানোয়ার

দেশের মানুষ যদি জানোয়ার না হয় তাইলে এই ইসুতে এক হবেন আশা করি। খুব দেখাইলেন এই ইভেন্ট সেই ইভেন্ট করে! এটার বিচার করেন দয়া করে যত্ত তারাতারি সম্ভব।
আর সেই সব কুত্তার বাচ্চাদের বলছি যারা ফেইছ বুকে আছো এবং মেয়ে মানুষ দেখলেই লালসার চোখ দিয়ে মনে মনে ভোগ করো এবং সু্যোগের অভাবে থাকো --- 
তোমরা পুরুষ না বুঝলা ( তোমাদের জন্যে কোন বিশেষণ খুজে পাচ্ছি না)

অনেক কিছুই কইতে চাইয়াও পারতেছি না । নিজেকে বাংলাদেশি বলতে লজ্জা লাগছে । প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা , বোন অথবা মেয়েরা লাঞ্ছিত হচ্ছে । কেও সাহস করে বলছে তার লাঞ্ছনার কথা ,আর কেও সমাজের ভয়ে নিজেই নিজেই ধুকে ধুকে মড়ছে। সাথে মড়ছে তার পরিবার বর্গ। আর কতদিন চলবে এইসব আমাদের এই স্বাধীন দেশে । নাকি আমরা আজো পড়ে আছি পরাধিন রাষ্ট্রে। একটা স্বাধীন দেশে কিভাবে এমন ভাবে দিনের পরদিন এই ধরনের ঘটনা পুনরাবিরতি হয় ? আমি এই প্রশ্ন কাকে করবো ?
আমি একজন প্রবাসী , আমার ও বোন আছে,  আছে একটি মেয়ে ও, তারা কেওই দেশে থাকে না তাই বলে কি আমি এই দেশে কখনো ফিরবো না ? আমার ছোট্ট মেয়েটিকে কি আমার দেশের সাথে পরিচয় করে দিব না । সে যখন পড়তে শিখবে , জানতে শিখবে সে কি আমাকে জিজ্ঞেস করবে না বাবা বাংলাদেশ কি ? ওইখানে কি মানুষ থাকে না ? মেয়েরা কি জানোয়ারদের ভয়ে রাস্তায় বের হতে পারে না । আমার অনেক বন্ধু , বান্ধব আমাকে বলে আমি দেশে ফিরব কবে , আমি বলি খুব শিগ্রই তবে আজ থেকে বলবো আমি আর ফিরবো না । কারন বাংলাদেশ আমার মেয়ের, বোনের নিরাপত্তা নিতে পারবে না । এই ভিন দেশে আমি এই টুকুন শান্তিতে আছি যে আমার মেয়ে মাথা উচু করে রাস্তায় চলতে পারবে । 
আমি কোন ফেমাস ব্লগার অথবা লেখক না যে আমি লিখলেই অনেক কিছু হয়ে যাবে , তবে আমার বিবেগ , আর মনের কষ্ট কিছুটা কমাতে এই টুকু চেষ্টা। তাও আমি প্রতি রাতে সপ্ন দেখবো আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে । আমি ফিরব আমার মেয়েকে নিয়ে । দেখাবো আমার দেশ সকল দেশের চেয়ে সেরা । 

Monday, March 14, 2016

ভারচুয়াল আবাল এর কাম কাজ

কাল থেকে দেখছি কিছু ভারচুয়াল আবাল এর কাম কাজ , এক আবালতো পাব্লিক প্লেসে মাইরা তার ভিডিও আপ মারছে । আর আমরা বাকি সবাই আবাল রা তা শেয়ার কইরা অরে আরেক সেলিব্রেটি আবাল বানাইলাম । যারে একদিন আগেও রাস্তার কুত্তাও চিনতো না এখন সবাই চিনে ।
আমার কথা হইল আপনারা যদি সচেতন হইতেন এমন ইন্সিডেন্ট হইতোই না । যখন দেখলেনই এতো শেয়ার না কইরা অরে শিক্ষা দিয়া দিলেই হইত । এমন কিছু না কইরা অরে গালাগালি করার তো মানে নাই । তাই না । ‪#‎Socialabal‬
এখনও পর্যন্ত অরে পপুলার করা ছাড়া আমরা ওর বাল্টাও ছিরতে পারি নাই । এন্ড ইফেক্ট আরো আবাল মাথা ছাড়া দিয়ে উঠবে । তাই কই এমন ভারচুইয়াল জগতে না লাফাইইয়া রিয়েল লাইফে মাতান ।
*সরি এমন ল্যাঙ্গুয়েয ব্যবহারের জন্যে #SocialAbal








#SocialAbal
Posted by BhuiyaSab on Monday, 14 March 2016