Thursday, October 29, 2015

সংজ্ঞায়িত করন :১

কী করছি কি করব , জীবনের এই ধারা গুলো কখনো সংজ্ঞায়িত করা সম্ভব নয় । পুতিগত ভাবে যতোই জীবনকে নকশী করন করা হোকনা কেন , জীবন চলবে তার আপন গতিতেই । আমরা শুধু পারি জীবন গতির লাগাম ধরে রাখতে। আর আমরা এই লাগাম ধরা লব্দ করতেই কাটিয়ে দেই এই জীবনের বেশিরভাগ । তারপর পুতিগত শিক্ষা আর বাস্তব কর্মকাণ্ডে যখন দেখি বিস্তর ফারাক , ধাক্কাটা লাগে তখন । হাইরে জীবন কি শিখাইলা আর কিই না করতে হচ্ছে এখন । আর সেই বাস্তবতার স্বাদ রপ্ত করতে করতে শেষ হয়ে যায় আরো অনেকটা সময় । তাই আমাদের উচিত এখনই বুঝে ফেলা জীবনে শিখার কখনও শেষ হবে না । তাই আমাদের কে যে করেই হোক বেরিয়ে আসতে হবে এই আদি চিন্তা চক্র থেকে। ( চলবে )

No comments:

Post a Comment